বাড়িয়ে নিন কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড
■ কথাটা শুনতে অন্যরকম লাগলেও এটাই চির সত্য। আপনি হয়তো এখনো জানেন না যে, Microsoft windows গুলোতে আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো থাকে বাইডিফল্ট ভাবে। এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। এবার আপনিই বলেন আপনি ২০% বঞ্চিত কিনা
... আসুন ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ২০% কে বাড়িয়ে ১০০% করবো।
... আসুন ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ২০% কে বাড়িয়ে ১০০% করবো।
■যেভাবে করবেনঃ
ক) স্টার্ট মেনু থেকে Run এ ক্লিককরুন।
gpedit.msc টাইপ করে এন্টার দিন।
খ) তারপর group policy editor ওপেন হবে. এখন,
Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS PacketScheduler / Limit Reservable Bandwidth
গ) Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।
এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে ০ লিখে দিন।
OK করে বের হয়ে আসুন।
এখন তাহলে আর আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবেনা।
চেষ্টা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে।
ইতিপূর্বে বিভিন্ন সফটওয়্যার দ্বারা অনেকে হয়তো ইন্টারনেট স্পিড বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট স্পিড বাড়লেও পিসি কিছুটা স্লো হয়ে যায়।
ক) স্টার্ট মেনু থেকে Run এ ক্লিককরুন।
gpedit.msc টাইপ করে এন্টার দিন।
খ) তারপর group policy editor ওপেন হবে. এখন,
Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS PacketScheduler / Limit Reservable Bandwidth
গ) Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।
এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে ০ লিখে দিন।
OK করে বের হয়ে আসুন।
এখন তাহলে আর আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবেনা।
চেষ্টা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে।
ইতিপূর্বে বিভিন্ন সফটওয়্যার দ্বারা অনেকে হয়তো ইন্টারনেট স্পিড বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট স্পিড বাড়লেও পিসি কিছুটা স্লো হয়ে যায়।
► মনে রাখবেন পিসিতে যত কম সফটওয়্যার ইন্সটল করবেন পিসির উইন্ডোজ তত ভাল Performance দিবে।
[Note: Windows 7 editions (Home Premium, Home Basic and Starter) don't come with Group Policy Editor. Only Windows 7 Professional, Enterprise and Ultimate editions come with Group Policy Editor installed.]
Comments
Post a Comment